শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

অতলান্তিকে সেন্টিয়াগো, ম্যানোলিন আর আমার মৃত্যুর গল্প ! ৪ পর্বের গল্পটির পর্ব # ৩ [ চলার পথের গল্প # ১৩ ]






[হেমিংওয়ের নোবেল পুরস্কার বিজয়ি The Old Man & The Sea'র প্রধান চরিত্র সেন্টিয়াগোর রূপকে গল্পটি লিখিত]

:

রাতে দুখ তার বহমান বংশানুক্রমে জেগে থেকে সমুদ্রের শীতার্থ বাতাসে সকালে ঘুম ভাঙতে দেরি করায় আমাদের ৩-জনেরই। উষ্মজলে স্নান সেরে সুখের আঁচলের নিচে ঢাকা যৌবনময়তার মত ঝড়ঝড়ে কথা বলে সেন্টিয়াগো। যাপিত জীবনের মাঝে সাগরের কথাই বলে যায় ঝড়ের মত নিরন্তর, বলে তার ছোট্ট ডিঙি নৌকায় চেপে শিকারের সব সাহসি কথা! এই প্রথম দক্ষ নিপুণতার সাথে দেখি আমি বুড়ো সেন্টিয়াগোকে। সেন্টিয়াগো অবিশ্বস্ত অবচেতনে বিনাশিত সুখের মত বলে যান, সব হারিয়ে কেবল সুখ আর মুনাফার জন্য নয়, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদেই অর্থের মানদন্ডে নির্মাণ করে নিচ্ছে মানুষ তাদের মধ্যকার সম্পর্ককে। তবে সমাজের এ চিত্র সুন্দর নয়, নয় সুখেরও। এ চিত্রটি অত্যন্ত কুৎসিত এবং নির্মম। তার অত্যন্ত কষ্টার্জিত অর্জন, পঁচাশি দিনের মাথায় ধরা এক বিশাল নীল মার্লিন , যার সঙ্গে তিনদিন ধরে ক্রমাগত অসম সাহসী লড়াই করে জিতেছে সে। তাকে রক্ষা করার জন্য লড়ছে সে সমুদের হিংস্র, যুথবদ্ধ নিষ্ঠুর হাঙরকুলের সঙ্গে। স্বল্পস্থিতির মাঝে সুখের আকুলতা নিয়ে পুন. সেন্টিয়াগো বলে, সাময়িক পরাজয়ে হাল ছেড়ে দেয়ায় নেই কোন মুক্তি। ঝড়ো নৌকার গলুইয়ের তীরে দাঁড়িয়ে জীবন দহনে পোড়ার নামই জীবন। স্বপ্নতরঙ্গে ভেজা সেন্টিয়াগোর দিকে তাকিয়ে আমি তার মানবিক দুখের সুসম প্রাক্কলন করতে থাকি ক্রমাগত তুষারময় ধোয়াশার সকালে! 

:
শান্ত সুবোধ অবোধ প্রেমিকের মতো সেন্টিয়াগো থামতে চায়না। কষ্টদের টোল খাওয়া গালে চিমটি কেটে তার ছোট ডিঙিতে চরে বসি আমরা ৩-জনে। আটলান্টিক শীতল জমাট স্রোতে দানবাকৃতির এক নীল মার্লিন'র সাথে সেন্টিয়াগো নামক পেশাদার জেলের সংগ্রামের কাহিনি সে ক্রমাগত বলে যায় মধ্যদিনের গনগনে তপ্ত আগুনের সূর্যের মতো। আটলান্টিকের প্রবল ঢেউয়ের মাঝেও আমি সেন্টিয়াগো নামক মানুষের নিঃসঙ্গতা, একাকীত্বরে যন্ত্রণা, যন্ত্রণার নিরাকার দৃশ্য অবলোকন করি। বিশাল মার্লিনের সাথে এক অসম লড়াইয়ে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, তবু তার কাছে পরাজয় স্বীকার করে না পৌরুষদীপ্ত ঝকঝকে সেন্টিয়াগো। আপাতদৃষ্টিতে সবকিছু খুইয়ে বসা সান্তিয়াগো আসলে হারায়নি তার অথবা মানুষের কিছুই। আসলে ঐশ্বর্যটাই হচ্ছে মানুষের আজন্ম লালিত স্বপ্ন! জীবন নামক সমুদ্রের উত্তাল তরঙ্গ-বিক্ষুব্ধতার কাছে হার স্বীকার করেনি সেন্টিয়াগো যেমন করেনি তার প্রতিভু মানুষেরা । দুখ শিল্পের অপ্সরীদের স্বপ্নেও্ যে জীবনটা আসলে সমুদ্রই; সেটি কখনো উত্তাল, কখনো শান্ত, তরঙ্গ বিক্ষুদ্ধ কখনো তার রূপ, কখনো বা নিস্তরঙ্গ নিথর। অনিত্যর শব দেহে সে কথাই অনুরণিত হয় সেন্টিয়াগোর জীবন কথনে সারাক্ষণ! 
:
কিশোর ম্যানোলিনকে ভালবাসে সেন্টিয়াগো। যে আসলে সেন্টিয়াগোর ফেলে আসা কৈশোর-শৈশব আর যৌবনময়তার নাম। ম্যানোলিন আর সেন্টিয়াগোর একত্রিত শক্তি সেন্টিয়াগোর এই বৃদ্ধ বয়সে তার যন্ত্রণা এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বিজয়ের মুহূর্তে তার শক্তির অনুপম আঁধার যেন। এমনটিই আমার মনে হয় নানা প্রতীকায়ণের মধ্য দিয়ে পরিস্ফুটিত পরিস্থিতি আর প্রেক্ষিতগুলোর অনুভবে। :



লেখাটি ফেসবুকে দেখতে চাইলে নিচের লিংকে যান প্লিজ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন